• সোমবার ০৫ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২১ ১৪৩০

  • || ১৪ জ্বিলকদ ১৪৪৪

বেলকুচিতে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

সিরাজগঞ্জের বেলকুচিতে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৫ মে) সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়।

র‍্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিক, সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান মাখন প্রমূখ।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ