শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিভিন্ন সমস্যায় জরাজীর্ণ বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

বিভিন্ন সমস্যায় জরাজীর্ণ বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

প্রায় ৪ লক্ষাধিক মানুষের বসবাস থাকলেও সিরাজগঞ্জের বেলকুচিতে নেই কোন উন্নত মানের চিকিৎসার জন্য আধুনিক হসপিটাল। তাই মানুষ বাধ্য হয়ে চিকিৎসা সেবার জন্য ঝুকে পড়েন বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকেই। বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে ৪' শত জন রোগী চিকিৎসা সেবার জন্য ছুটে আসে। সেবার শেষ আশ্রয়স্থল এই স্বাস্থ্য কমপ্লেক্সটি। কিন্তু নানা সমস্যায় জরাজীর্ণ হয়ে আছে হসপিটালটি। নেই পর্যপ্ত পরিমাণ ডাক্তার, নার্স, পানি সরবরাহের ব্যবস্থা, রোগীদের বেড, এক্সরে মেশিন সহ আধুনিক চিকিৎসা দেবার জন্য পর্যাপ্ত সরঞ্জাম ।

এখানে চিকিৎসা নিতে আশা বহিরাগত রোগীদের  সাথে কথা বলে জানা যায়, ডাক্তার সংকটের কারণে তারা সময় মত সঠিক চিকিৎসা পাচ্ছেনা। তাছাড়াও  রোগ নির্নয়ের জন্য প্রয়োজনীয় পরীক্ষা দিলে যেতে হয় প্রাইভেট ক্লিনিকের দিকে। তারা আরও বলেন, আমরা যখন  পরীক্ষা করার জন্য বাহিরে যাই তখন যে বিল আসে তা আমাদের জন্য কষ্টসাধ্য। যে সেবা দেওয়ার কথা ছিল বিনামূল্যে তা আমাদের টাকা খরচ করে করতে হয়।
 
আন্তঃবিভাগের রোগীদের সাথে কথা বললে তারা বলেন, আমরা ভর্তি হওয়ার পরে প্রয়োজনের তুলনায়  আশানুরূপ চিকিৎসা সেবা পাইনা। এ ছাড়া ৩১ শয্যা থেকে ৫০ শয্যা উন্নীত হয়েছে নাম মাত্র। বেড আছে আগের সেই ৩১ টি। থাকার জায়গাগুলো অপরিষ্কার। বাথ রুম দিয়ে দূর্গন্ধ, ঠিক মত থাকেনা পানি সরবরাহ। আমরা এই দূর্ভোগ নিরসনের জন্য উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
 
এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব হোসেন জানান, প্রায় ৩ বছর পূর্বে  আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও প্রয়োজনীয় জনবল  ও আধুনিক মানের চিকিৎসা সরঞ্জাম  না থাকায় আমরা সঠিক ভাবে চিকিৎসা দিতে পারছিনা রোগীদের। তবে এসব বিষয়ে স্থানীয় এমপি মহোদয় ও উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই