• সোমবার ০৫ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২২ ১৪৩০

  • || ১৫ জ্বিলকদ ১৪৪৪

কাজিপুরে জেলা প্রশাসক ও চেয়ারম্যান পদপ্রার্থীদের মতবিনিময় সভা

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২০ মে ২০২৩  

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খাসরাজবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন -২০২৩ উপলক্ষে ভোটগ্ৰহণ কর্মকর্তাদের সাথে নির্বাচনী   আইনশৃঙ্খলা ও আচরণবিধি বিষয়েঅংশ গ্রহনকারীর প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ মে) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে রিটার্নিং অফিসারের কার্যালয় ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, তিনি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার সব ধরনের প্রস্তুতির কথা ব্যক্ত করেন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ানুর ইসলাম, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম,

এসময় আরো উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল হক, কাজিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত (পিপিএম) । পরে উপজেলা পরিষদ হলরুমে, খাসরাজবাড়ি ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের সাথে আচরণবিধি ও আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত হয়ে নির্বাচনের দিকনির্দেশনা প্রদান করেন। এই সময় নয়জন উপ নির্বাচনে অংশগ্রহণকারী  প্রার্থীরাও  উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বর্তমান চেয়ারম্যান এর মৃত্যুতে, উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য থাকায়। আগামী ২৫ মে খাসরাজবাড়ী ইউপি উপ-নির্বাচন চেয়ারম্যান পদে ইভিএমে ভোটগ্রহণ মাধ্যমে  অনুষ্ঠিত হবে।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ