• সোমবার ০৫ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২১ ১৪৩০

  • || ১৪ জ্বিলকদ ১৪৪৪

সিরাজগঞ্জে ভাইরাল হওয়া খুদে শিল্পী সুমন আর নেই

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২ মে ২০২৩  

টেবিল, চেয়ার ও বেঞ্চ চাপড়িয়ে গান গেয়ে ভাইরাল হওয়া সিরাজগঞ্জের খুদে শিল্পী সুমন শেখ (১৬) আর নেই। সোমবার (০১ মে) সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সুমন শেখ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা গ্রামের আল-আমিন শেখের ছেলে।

খোকশাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল হাসান রশিদ মোল্লা জানান, সোমবার সদর সালুয়াভিটা বাজার এলাকায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে সুমন। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

উল্লেখ্য, সুমন ছোটবেলায় গাছ থেকে পড়ে মাথায় আঘাত পেয়েছিল। তখন স্থানীয় পল্লী চিকিৎসক দিয়ে তার চিকিৎসা করানো হয়। টাকার অভাবে উন্নত চিকিৎসা না করতে পারায় তখন থেকেই সে অসুস্থ ছিল। সুমন শেখ হাতে কয়েন নিয়ে টেবিল, চেয়ার ও বেঞ্চে চাপড়িয়ে সিরাজগঞ্জসহ আশপাশের এলাকায় গান গেয়ে বেড়াতো। তার গান শুনে শ্রোতারা টাকা দিতেন। সেই টাকায় হতদরিদ্র মায়ের হাতে তুলে দিত সে।

ধীরে ধীরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে থাকে সুমন। তাকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। তবে ভাইরাল হওয়ার পরও সুমন ও তার পরিবারের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ