বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শাহজাদপুর মালতীডাঙ্গা পশ্চিম উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

শাহজাদপুর মালতীডাঙ্গা পশ্চিম উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী মালতীডাঙ্গা পশ্চিম উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পুর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপন করেছে বিদ্যালয়টি। রোববার (২৩ এপ্রিল) সকাল থেকে নানা আয়োজনের মধ্যদিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। দিনের শুরুতে বিদ্যালয়ের শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং বিশিষ্টজনের সমন্বয়ে একটি বিশাল র‍্যালি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়। 

মালতীডাঙ্গা পশ্চিম উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুক্তা। অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মো. আজাদ রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফারুক আহমেদ, সাবেক প্রধান শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতিবৃন্দ। 

এরপর অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রথমার্ধের আয়োজন শেষে স্কুলের সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এরপর বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালতীডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. তারিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্কুলের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার মুরুব্বিগণ উপস্থিত ছিলেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই