• শনিবার ০৩ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২০ ১৪৩০

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৪

রায়গঞ্জে দুই টাকায় ইফতার

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩  

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় রমজান মাসজুড়ে অসহায় ও সুবিধা-বঞ্চিতদের জন্য আয়োজন করা হয়েছে দুই টাকায় ইফতার। ‘স্বপ্ন নিয়ে পথ চলা’ সংগঠনের উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার পৌর বাসস্ট্যান্ড বাজারে ইফতার বিতরণ করছে সংগঠনটি। মাত্র দুই টাকায় পাওয়া যাচ্ছে ছোলা, মুড়ি, পেঁয়াজু, খেজুর, শসা। প্রতিবন্ধী আব্দুর রহিম ও আরজু বলেন, ‘আমাদের টাকা না থাকায় পরিবারের জন্য ভালো ইফতার কিনতে পারিনা। তাই এখান থেকে দুই টাকা দিয়ে ইফতার কিনে সবাই মিলে ইফতার করব।’

স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের প্রতিষ্ঠাতা এস এম বাহাদুর আলী জানান, ‘সংগঠনের প্রতিটি সদস্য করোনার সময় থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা ফেসবুক বন্ধুদের অর্থায়নে রমজান মাস জুড়ে পথচারী ও অসহায় রোজদারদের জন্য ইফতার সামগ্রী বিতরণ করে আসছি। এ বছর রোজার প্রথম থেকেই ইফতারসামগ্রী বিতরণ শুরু করি। অসহায়দের বাজার করে দেয়ার পাশাপাশি প্রতিদিন ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।’

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ