বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চৌহালীতে ইফতার সামগ্রী বিতরণ করেন মমিন মন্ডল এমপি

চৌহালীতে ইফতার সামগ্রী বিতরণ করেন মমিন মন্ডল এমপি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ৩ টি ইউনিয়নে ৩ হাজার দুস্থ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, স্থানীয় সাংসদ আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি। একই সময়ে চৌহালী সরকারি কলেজ মাঠে খাষকাউলিয়া, ঘোড়জান ও খাষপুকুরিয়া ইউনিয়নের প্রায় ৩ হাজার পরিবারের মধ্যে রোববার সকালে এ সামগ্রী তুলে দিয়ে বিতরণ কার্যক্রম শুরু করেন তিনি।

এদিকে সংসদ সদস্য আবদুল মমিন মন্ডল বলেন, দুস্থরা আমাদের পরম আপনজন। দুর্গম যমুনা চরে অতি কষ্টে রোজা পালন কারীদের অতীতের ন্যায় সব সময় তাদের পাশে থাকবে হাজী আবদুল মজিদ মন্ডল ফাউন্ডেশন।

তিনি আরও বলেন, আল্লাহুর সন্তুষ্টির লাভের জন্য বিত্তবান সহ সকলের উচিত দুস্থদের পাশে দাড়ানো। এতে বিশুদ্ধ আত্মতৃপ্তি পাওয়া যায়। যতদিন বেঁচে আছি মানবতার কল্যাণে কাজ করে যাবে ইনশাআল্লাহ।

রোববার (১৯ মার্চ) দুপুরে বিভিন্ন দুর্গম চরে দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মমিন মন্ডল এমপি।

পরে হাজী আবদুল মজিদ মন্ডল ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে চৌহালী উপজেলার প্রায় ৩০০০ (তিন হাজার) দুস্থদের মধ্যে চাল, ডাল, খেজুর, তৈল, চিনি, ছোলা, নামাজ শিক্ষার বই, জায়নামাজ, সেমাই, ট্যাংসহ ইফতার সামগ্রী বিতরণ উদ্বোধন করেন তিনি।

এসময় চৌহালী উপজেলা আ'লীগের সভাপতি মো: তাজ উদ্দিন , আ'লীগের সহ সভাপতি মো: হাবিবুর রহমান হাবিব, সাবেক সভাপতি হজরত আলী মাষ্টার, থানার ওসি হারুন অর রশিদ, আ'লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবু নজির মিয়া, আ'লীগের সাংগঠনিক সম্পাদক মো: ফজলুল হক তালুকদার চুন্নু , ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আ'লীগের সভাপতি মো: আবু ছাইদ বিদ্যুত, আ'লীগের সাংগঠনিক সম্পাদক মো: মাসুদ রানা , মাসুম শিকদার ও বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম মোল্যাসহ ইউনিয়ন আ’লীগের সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন"

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর