• বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৭ রমজান ১৪৪৪

কাজিপুরে অসমাপ্ত আত্মজীবনী পড়ে পরীক্ষা দিল তিনশ শিক্ষার্থী

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অসমাপ্ত আত্মজীবনী বইয়ের ওপর শিক্ষার্থীদের ওপেন এক্সাম অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা অসমাপ্ত আত্মজীবনী বইটি থেকে খুঁজে খুঁজে উত্তর বের করে খাতায় লিখেছে।

শুক্রবার সকাল ১১টায় কাজিপুর উপজেলা পরিষদ আদর্শ স্কুলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন শ শিক্ষার্থী অংশ নেয়। উপজেলা প্রশাসন আয়োজিত এই প্রতিযোগিতা চলাকালীন পরীক্ষার প্রতিটি কক্ষ ঘুরে দেখেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

এ সময় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন, ইনোভেটিভ এই পরীক্ষার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে। দেশ যে সত্যি স্মার্ট হচ্ছে এটা তারই প্রমাণ।

তারাকন্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আহনাব মোহসেন বলে, বই দেখে যে পরীক্ষা দেওয়া যায় তা আগে জানতাম না। তবে দেখে দেখে উত্তর খুঁজে বের করতে গিয়ে পুরো বইটিই পড়া হয়ে গেছে। এমন পরীক্ষা প্রতিবছর চাই।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার জানান, মূলত নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুকে তুলে ধরা ও তাঁর আদর্শ বাস্তবায়নে এমন আয়োজন করা হয়েছে। এখন থেকে প্রতিবছরই এই পরীক্ষা হবে। বিকেলে পরীক্ষার ফলাফল ঘোষণা করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ