• বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৭ রমজান ১৪৪৪

রায়গঞ্জে জাতীয় শিশু দিবস উপলক্ষে জন্ম ও মৃত্যু নিবন্ধন মেলা

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় শিশু দিবস উপলক্ষে জন্ম ও মৃত্যু নিবন্ধন বাস্তবায়নে মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকাল ১০ টায় উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদ চত্বরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার লক্ষে জন্ম ও মৃত্যু নিবন্ধন মেলা, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্যতিক্রম এই মেলায় ইউনিয়নের বাসিন্দারা এসে তথ্য দিয়ে সহযোগিতা করেই মাত্র ২ দিনেই হাতে হাতে পেয়ে যাচ্ছেন জন্ম ও মৃত্যু নিবন্ধন। মেলায় রয়েছে ৬টি বুথ। বুথে এসে তথ্য দিয়ে একজন নাগরিক খুব সহজেই পাচ্ছেন জন্ম ও মৃত্যু সনদ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নির্দেশনায় আর সচিবের কাজের গতিতে গ্রাম পুলিশ আর ইউপি সদস্য মাত্র ২ দিনেই জন্ম ও মৃত্যু নিবন্ধন পৌছে দিচ্ছেন বাড়ি বাড়ি।১ থেকে ৪৫দিন বয়সের শিশুকে জন্ম সনদ প্রদান ও পিতা মাতাকে পুরস্কার প্রদানে এক অনুষ্ঠানের আয়োজন করেন ধামাইনগর ইউনিয়ন পরিষদ।

ব্যতিক্রম এই মেলা নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হাসান সুমন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি।একজন শিক্ষার্থী আমাদের এই মেলায় এসে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংসৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণসহ তার জন্ম নিবন্ধন ও জন্ম সনদ অনলাইন করতে পারছে।

উল্লেখ্য বুথ গুলো হলো ১ থেকে ৪৫ দিন, ৪৬ দিন থেকে ১ বছর, ১ বছর থেকে ৫ বছর, ৬ বছর থেকে ১৮ বছর, ১৯ বছর থেকে উর্ধে সর্বশেষ নিবন্ধক ও নিবন্ধক সহকারী বুথ থেকে সাধারণ মানুষ এই জন্ম ও মৃত্যু নিবন্ধন সুবিধা গ্রহণ করেন

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ