• বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৭ রমজান ১৪৪৪

সিরাজগঞ্জে নানা আয়োজনে জাতির পিতার জন্মবার্ষিকী পালিত

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

সিরাজগঞ্জে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) ভোরে সূর্যদয়ের সাথে সাথে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পন করা হয়।

সকাল ৯ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ‘সুবর্ণ অহংকার’ জাতির পিতার প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পন শেষে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্থানীয় এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহঃসভাপতি হাজী ইসহাক আলী, যুগ্ন সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, পৌর আ’লীগের সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।

এ সময় জেলা আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে, জেলার সবকয়টি উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে এ দিবসটি পালন করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ