• বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৭ রমজান ১৪৪৪

গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে কাজিপুরে প্রস্তুতি সভা

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩  

২৫শে মার্চ গণহত্যা দিবস এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে কাজিপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ মার্চ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। তিনি বলেন, যাদের ত্যাগ, তিতিক্ষা, জীবনের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই বীর মুক্তিযোদ্ধাদের যথাযত মর্যাদা রক্ষায়, আমাদের সর্বদা সজাগ থাকতে হবে।

সভায় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী অনিক ইসলাম, কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা, সমাজ সেবা অফিসার আলাউদ্দিন, সাংবাদিক আবদুস সোবহান চান, নিশ্চিতপুর ইউপি চেয়ারম্যান খায়রুল কবির প্রমূখ। এই সময় উপস্থিত ছিলেন, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা,শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ