• বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৭ রমজান ১৪৪৪

চৌহালীতে ১৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩  

সিরাজগঞ্জের চৌহালী ১৯০ পিস ইয়াবাসহ এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১২ মার্চ রবিবার রাত ৮ টার দিকে উপজেলার পশ্চিম কোদালিয়া এলাকা থেকে মো: রুবেল (২২) নামের এক জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় মো: যুবরাজ নামের একজন দৌড়ে পালিয়ে যায়।

আটককৃত মোঃ রুবেল উপজেলার কুরকী মধ্যপাড়া গ্রামের মো: ইব্রাহিম হোসেনের ছেলে। দৌড়ে পালিয়ে যাওয়া মো: যুবরাজ পশ্চিম কোদালিয়া গ্রামের মো: সামসুল হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌহালী থানার এসআই মো: জাহাঙ্গীরের নেতৃত্বে এএসআই মো: শাহিদুল, কনষ্টবল মো: মমিন পশ্চিম কোদালিয়া এলাকার প্রতিবন্ধী বিদ্যালয়ের আশেপাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। চৌহালী থানা অফিসার ইনচার্জ(ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত রুবেল এবং যুবরাজ ইয়াবা বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রুবেল কে আটক করা হয়। অপরজন যুবরাজ দৌড়ে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের করে আটককৃতকে জেলহাজতে প্রেরণ করা হবে।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ