• মঙ্গলবার   ২৮ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৩ ১৪২৯

  • || ০৬ রমজান ১৪৪৪

বেলকুচিতে অসহায়দের মাঝে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসের কম্বল বিতরণ

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৩  

সিরাজগঞ্জের বেলকুচিতে শীতার্ত মানুষদের মাঝে জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস কম্বল বিতরণ করেছে। শনিবার (০৪ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বেলকুচি বহুমূখী মহিলা কলেজে ১ হাজার গরীব অসহায় ও দুস্থ শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ কর হয়।

উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস। তিনি বলেন, আমার রাজনৈতিক জীবনের শুরু থেকেই গরীব অসহায় মানুষের সেবা করার চেষ্টা করেছি এখনো পর্যন্ত করছি। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্ব মূহুর্ত পর্যন্ত মানুষের সেবা করতে চাই। তিনি কম্বল বিতরণ অনুষ্ঠানে তার সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বেগম আশানুর বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ খাঁন, বেলকুচি পৌর আওয়ামী লীগের সভাপতি শরীফ মীর্জা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা বেগম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শ্রী গোপাল চন্দ্র প্রামানিক, সাধারণ সম্পাদক কামাল আহমেদ প্রমুখ।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ