শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জ সদরের মৎস্যজীবিলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সদরের মৎস্যজীবিলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবিলীগ সিরাজগঞ্জ সদর উপজেলার ত্রি-বার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কপোতমুক্ত, কোরানতেলায়াত, শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও এক মিনিট নীরবতা পালন এবং অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। 

শনিবার (২৮ জানুয়ারি) বেলা ১১ টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী মৎস্যজীবিলীগের আয়োজনে– সিরাজগঞ্জ  সদর উপজেলার বনবাড়িয়ার পাইকপাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে উক্ত ত্রি-বার্ষিক 

সম্মেলনের শুভ উদ্বোধন করেন,  বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবিলীগের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আলী আহমেদ টুংকু এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে.এম.হোসেন আলী হাসান। তিনি তার বক্তব্যে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত সমৃদ্ধিশালী দেশ গড়তে ব্যাপক উন্নয়ন করেছেন। দেশের মানুষের মুখে হাসি ফুটাতে বিভিন্ন ধরনের ভাতা চালু, ভিজিডি, ভিজিএফ এর চাল বিতরণকরা সহ টিসিবির মাধ্যমে খাদ্য সামগ্রী দিচ্ছে সরকার। স্মার্ট বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ   করেছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সিরাজগঞ্জের উন্নয়ন আর উন্নয়ন করা হয়েছে। ইকোনমিক জোনের কাজ চলছে। শিল্প পার্কের কাজ সম্পন্নর দিকে এখানে লাখ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। মেরিন একাডেমি,  শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল সিরাজগঞ্জের সাদৃশ্যমান উন্নয়ন। 

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রাজশাহী মাদ্রাসা ময়দান সহ পুরো রাজশাহী নগরে মানুষের ঢল নামবে। বিএনপি-জামাত কোন ষড়যন্ত্র করে এবং নাশকতার চিন্তা করলে রাজপথে আওয়ামী লীগের নেতাকর্মীরা তা প্রতিহত করবে। সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  সাবেক মন্ত্রী জেলা পরিষদের চেয়ারম্যান  বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, জেলা পরিষদের সদস্য শামসুজামান দুদু,  জেলা মুক্তিযোদ্ধা সংসদের   সাবেক কমান্ডার  বীরমুক্তিযোদ্ধা সোরহাব আলী সরকার, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা সাত্তার সিকদার,  শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরু, জেলা যুবলীগের সাবেক সভাপতি   রাশেদ  ইউসুফ জুয়েল,  সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ বিন আহমেদ প্রমুখ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন,  জেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক টি.এম.মাইনুর ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সদর উপজেলা মৎস্যজীবিলীগের সম্পাদক   মোয়াজ্জেম হোসেন মন্ডল। অনুষ্ঠানে সঞ্চালনা করেন, কালিয়া হরিপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন।

সম্মেলনের শেষ পর্বে  সর্বসম্মতিক্রমে সদর উপজেলা আওয়ামী মৎস্যজীবিলীগের সভাপতি পদে মোঃ হোসেন আলী এবং সাধারণ সম্পাদক পদে মোঃ খোকন ব্যাপারী।

এ সময়ে সম্মেলনে জেলা মৎস্যজীবিলীগের সহ-সভাপতি সুরুজ্জামান তালুকদার, যুগ্ম সম্পাদক মোঃ শাহিন সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ আলী, সদস্য সাদ্দাত হোসেন আলী আমজাদ, জেলা কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলম সহ জেলে, মৎস্যজীবিদের হাজারো নেতা ও সদস্য /সদস্যরা এবং স্থানীয় ইউনিয়ন আঃলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর