• বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৭ রমজান ১৪৪৪

কামারখন্দে রবি মৌসুমের সরিষা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৩  

কমখরচে, অল্পসেচ ও স্বল্প সময়ে ফসল সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণ করতে সিরাজগঞ্জ জেলার উপজেলা  কামারখন্দে রাজস্ব খাতের আওতায় রবি/২০২২-২৩ বছরের মৌসুমের সরিষা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কামারখন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের চৌবাড়ী গ্রামে এক সরিষা প্রদর্শনীর মাঠ দিবস পালন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,  উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোঃ জেরিন আহমেদ।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,  উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা সুলতানা। এতে সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামারখন্দ উপজেলা সম্প্রসারণ অফিসার কৃষি বিদ মোঃ রাশিদ আহসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ আকন্দ, চৌবাড়ী ড.সালাম জাহানারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জুনায়েদ আহাম্মেদ প্রমুখ।

অনুষ্ঠানে স্বল্পজীবনকাল ও উচ্চফলনশীল সরিষা বারি-১৭,বারি-১৮ চাষাবাদের জন্য কৃষকদের উদ্বুদ্ধকরণ করা হয়।
এসময়ে অত্র ইউনিয়নের প্রায় শতাধিক কৃষক, গন্যমান্য ব্যক্তি বর্গ সহ অনেকে উপস্থিত ছিলেন।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ