• বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৭ রমজান ১৪৪৪

৫০০০ মানুষ পেয়েছে ডা. মিল্লাত এমপি’র বিনামূল্য স্বাস্থ্যসেবা

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩  

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের মানুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ঔষধ প্রদান, উন্নত চিকিৎসার জন্য ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে দেওয়াসহ ইউনিয়ন ভিত্তিক ব্যক্তিগত অর্থায়নে “বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প” এর আয়োজন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও দেশবরেণ্য চিকিৎসক আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।

“স্বাস্থ্য সেবার অগ্রগতি, মিল্লাত মুন্নার প্রতিশ্রুতি” শ্লোগানে স্বাস্থ্য সেবা বিভাগ, সিরাজগঞ্জ ও স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন, ঢাকার আয়োজনে বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা ক্যাম্প পুরো সিরাজগঞ্জ জেলাব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে।

প্রতিটি ইউনিয়নের নির্দিষ্ট একটি জায়গা নির্বাচন করে ক্যাম্প এর কিছুদিন আগে থেকেই প্রচার করে জানিয়ে দেওয়া হচ্ছে পুরো ইউনিয়ন জুড়ে। পরবর্তীতে নির্দিষ্ট সেই দিনে সকল ধরণের প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, বিভিন্ন রোগের ঔষধ, ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে পৌছে যাচ্ছে সাংসদ হাবিবে মিল্লাত এমপি’র টিম।

তারপর সাধারণ মানুষজন বিনামূল্যে করছে রেজিস্ট্রেশন, আর তাদের দেখছে জেলার সব অভিজ্ঞ ডাক্তার। ডাক্তারগণ, তাদের সার্বিক বিষয় পরিক্ষা করে যেসব ঔষধ লিখে দিচ্ছেন- সেগুলো নির্দিষ্ট একটি কক্ষে বিনামূল্যে পেয়ে যাচ্ছেন সাধারণ মানুষজন। যাদের উন্নত চিকিৎসা প্রয়োজন, তাদের জেলা শহরে কিংবা ঢাকার হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।

সিরাজগঞ্জ সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদুল ইসলাম হীরা বলেন, ডায়াবেটিস ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এই মেডিকেল ক্যাম্প থেকে। স্থানীয় সাংসদ হাবিবে মিল্লাত মহোদয়ের দিক নির্দেশনায় এবং তার ব্যক্তিগত অর্থায়নে উপজেলার প্রতিটি গ্রামাঞ্চল থেকে চরাঞ্চলের মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাচ্ছে। এখান থেকে যাদের আরও উন্নত চিকিৎসার দরকার তাদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল কিংবা ঢাকার হাসপাতলে ভর্তি করার ব্যবস্থা করা হচ্ছে।

স্বাস্থ্য সেবা কর্মসূচী চলমান থাকবে বলে জানান, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিরাজগঞ্জ-২ আসনের এমপি হাবিবে মিল্লাত। তিনি বলেন, আমরা বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা এই ক্যাম্পগুলো তে বিনামূল্যে রোগীদের বিভিন্ন প্রকার স্বাস্থ্য পরিক্ষা করি। সাথে সাথে ডাক্তাররা চিকিৎসা পত্র প্রদান করেন এবং আমরা বিনামূল্যে যতটা সম্ভব ঔষধ দেওয়ার চেষ্টা করি।

তিনি আরও বলেন, শহরাঞ্চলে স্বাস্থ্যসেবা সম্প্রসারিত হয়েছে কিন্তু চরাঞ্চল কিংবা একদম প্রত্যন্ত গ্রামের মানুষগুলো স্বাস্থ্যসেবা পেলেও পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা পাচ্ছেনা। তাই এইসব মানুষগুলোর জন্যই স্বাস্থ্যসেবা ক্যাম্প চালু করেছি এবং ক্যাম্প বছরব্যাপী চলমান থাকবে।

জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার দুর্গম চরাঞ্চল কাওয়াকোলা ইউনিয়নের প্রায় ৭০০, কালিয়াহরিপুর ইউনিয়নে প্রায় ৩৫০, খোকশাবাড়ী ইউনিয়নে প্রায় ৪৫০, শিয়ালকোল ইউনিয়নে প্রায় ৩৫০, সয়দাবাদ ইউনিয়নের প্রায় ৫০০ জন মানুষ পেয়েছে এই বিনামূল্যে স্বাস্থ্যসেবা।

এছাড়াও কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নে প্রায় ৪৯০, রায়দৌলতপুর ইউনিয়নে প্রায় ৫০০, ঝাঐল ইউনিয়নে প্রায় ৫৫০, জামতৈল ইউনিয়নে প্রায় ৪৭০ জন মানুষ পেয়েছে স্বাস্থ্যসেবা।

সবমিলিয়ে সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত এমপির সংসদীয় আসন ৬৩, সিরাজগঞ্জ-২ নির্বাচনী এলাকার সদর ও কামারখন্দ উপজেলার প্রায় ৫০০০ (পাচঁ হাজার) মানুষের কাছে পৌঁছে গেছে এই বিনামূল্যে স্বাস্থ্যসেবা। যা ইতেমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে পুরো সিরাজগঞ্জ জেলা জুড়ে।

মানুষের মুখে মুখে এখন, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প থেকে সেবা নেওয়ার গল্প। ভবিষ্যতেও এরকম ক্যাম্প এমপি হাবিবে মিল্লাত চলমান রাখবেন, এমনটিই আশা রেখেছেন সাধারণ মানুষজন।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ