শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মাঝে পোশাক-শীতবস্ত্র বিতরণ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মাঝে পোশাক-শীতবস্ত্র বিতরণ

সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৭তম গ্রেড থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মাঝে অফিসিয়াল পোশাক ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিজ দপ্তরে এ শীতবস্ত্র বিতরণ করেন রবির ভিসি প্রফেসর ড. মো: শাহ্ আজম।

এ সময় তিনি বলেন, রবির কর্মচারীরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তারা শিক্ষার্থীসহ অন্যান্য মানুষের কাছে থাকে এবং তারাই আমাদের সেবা প্রদান করে থাকেন। এক্ষেত্রে প্রত্যেকেরই সেবা দেবার মানসিকতা রাখতে হবে। অফিসের নিয়মকানুন মেনে চলতে হবে। এর আগেও পোশাক দেয়া হয়েছে এবং দ্বিতীয়বারের মতো পোশাক প্রদান করা হচ্ছে। রবি যে লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে সে চেতনা ধারণ করতে হবে। রবির নামে যে সামাজিক জনশ্রুতি ছিল অসম্মানজনক একটি জায়গায় তা ক্রমেই কাটিয়ে উঠছি। যদিও আমাদের এখন পর্যন্ত স্থায়ী ক্যাম্পাস হয় নি। সবাইকে পেশাদারী মনোভাব নিয়ে কাজ করতে হবে। যারা পেশার সঙ্গে অসঙ্গতিপূর্ণ থাকবেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যারা শুদ্ধাচার ও বিশ্ববিদ্যালয়ের নীতি অনুযায়ী কাজ করবেন তাদের জন্য পুরস্কার এবং পারিতোষিকের ব্যবস্থা গ্রহণ করা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং বিশ্ববিদ্যালয়ের যে দর্শন ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে। চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় দক্ষ জনশক্তি তৈরি করার জন্য বিশ্ববিদ্যালয়ের যে টিম কাজ করে যাচ্ছে এবং এ টিমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করার আহবান জানান তিনি।

এ সময় রবির ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ এবং রেজিস্ট্রার মো: সোহরাব আলীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই