
সিরাজগঞ্জের রায়গঞ্জে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) বিনয় কুমার বৃহস্পতিবার সকাল ১১ টায় রায়গঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। রায়গঞ্জ থানা অফিসার ইনচার্জের কার্যালয় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম।
ওসি তদন্ত অসিম আল-বারির সঞ্চালনায় বক্তব্য রাখেন রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কে.এম রফিকুল ইসলাম, সাবেক সভাপতি দ্বীপক কুমার কর, সাবেক সহ-সভাপতি মোঃ আতিক মাহমুদ আকাশ, প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি মোঃ সাজেদুল আলম, দৈনিক সংবাদের রায়গঞ্জ প্রতিনিধি মোঃ গোলাম মোস্তফা, রায়গঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হায়দার আব্বাসী, প্রভাষক ফজলুল হক খান, দৈনিক ভোরের পাতা সাংবাদিক মোঃ শিহাবুল আলম সায়েমসহ রায়গঞ্জ প্রেসক্লাবের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিনয় কুমার অপরাধ দমনসহ সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগীতা করার আহব্বান জানান। সাংবাদিক পুলিশ একে অপরের পরিপূরক।
আমরা যদি সৎ সহাস নিয়ে একে অপরের সহযোগীতার মাধ্যমে কাজ করি তবেই সুখি সমৃদ্ধ রায়গঞ্জ উপজেলা উপহার দিতে পারব।
|
আলোকিত সিরাজগঞ্জ