মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বৈশাখী শাড়ি বিক্রির ধুম

বৈশাখী শাড়ি বিক্রির ধুম

পয়লা বৈশাখ দোরগোড়ায়। তাই শাহজাদপুর উপজেলার তাঁতিরা বৈশাখী শাড়ি তৈরিতে মহাব্যস্ত সময় পার করছেন। রাতদিন অবিরাম শাড়ি তৈরির কাজে ব্যস্ত থাকায় তাঁত পল্লীগুলোতে সাজসাজ রব পড়ে গেছে। 

হস্ত ও যন্ত্র চালিত তাঁতের লালপাড়, হলুদ ও সাদা রঙের দুই ধরনের শাড়ির ওপর বর্ণিল স্ক্রিন প্রিন্ট, সুচ-সুতা, ব্লক বাটিক ও চুমকির কাজ বসানো শাড়ি তৈরিতে তাঁত শ্রমিকরা এ ব্যস্ত সময় কাটাচ্ছে। তাদের এখন দম ফেলার সময় নেই। 

এসব তাঁতের শাড়িতে ব্লক প্রিন্ট ও রঙ-তুলির আঁচড়ে  নানা ডিজাইনের আলপনা, নকশা, তালপাখা, বাঁশের বাঁশি, ঢাক-ঢোল, সানাই, গিটার, একতারা, দোতারা, ডুগি-তবলা, খেজুরগাছ, তালগাছ, কলস ও কুলাসহ বাঙালির চিরায়ত ঐতিহ্যের নকশা ফুটিয়ে তোলা হচ্ছে। এসব বাহারি শাড়ি গায়ের বধূদের ছাপিয়ে শহুরে ললনাদের মন কেড়ে নিচ্ছে। তাই দেশের সর্বত্র শাহজাদপুরের তৈরি বৈশাখী শাড়ির কদর বেড়েছে। 

শুধু তাই নয় কিশোরী, তরুণী ও শিশুদের মধ্যেও এলাকার তৈরি কাপড়ের জনপ্রিয়তার কমতি নেই। পয়লা বৈশাখ উপলক্ষে বাবা মায়ের কাছে এদের সবারই বায়না শাহজাদপুরের তৈরি বৈশাখী শাড়ি তাদের চাইই চাই। 

ছেলেমেয়েদের এ বায়না পূরণে বাবা মায়েরাও হুমড়ি খেয়ে পড়েছেন শাহজাদপুরের হাটে বাজারের বৈশাখীর শাড়ি ও পোশাকের দোকানগুলোতে। আর এজন্য শাহজাদপুরের সর্বত্র বৈশাখী শাড়ি ও পোশাকের ব্যাপক চাহিদা। 

ফলে খুচরা ও পাইকারি বাজারে বৈশাখী শাড়ি বিক্রির ধুম পড়েছে। শাহজাদপুরের শাড়ি কাপড়ের হাটে কোটি কোটি টাকার বৈশাখী শাড়ি বিক্রি হচ্ছে। ভারতের বাজারেও শাহজাদপুরের বৈশাখী শাড়ির ব্যাপক চাহিদা রয়েছে। তাই শাহজাদপুরের তাঁতের তৈরি বৈশাখী শাড়ি সরাসরি এলসির মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন প্রদেশে রফতানি করা হচ্ছে। এতে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জন ও রাজস্ব বেড়েছে। সেই সঙ্গে শাহজাদপুরের প্রান্তিক তাঁতিরা আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠছে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর