বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উল্লাপাড়ায় মাটি কাটা বন্ধে কঠোর প্রশাসন

উল্লাপাড়ায় মাটি কাটা বন্ধে কঠোর প্রশাসন

আবহমানকাল ধরে এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকাসহ আর্থসামাজিক অনেক কর্মকাণ্ড কৃষির ওপর নির্ভরশীল। সেই ধারাবাহিকতায় দেশের অধিকাংশ পরিবারের এখনও মূল অবলম্বন ফসলি জমি। এর মাধ্যমে তাদের খাদ্য ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়। তবে কৃষিজীবী শ্রেণির মানুষের বড় অংশই নিম্ন আয়ের। বিষয়টিকে সুযোগ হিসেবে নিয়ে এক শ্রেণির ভুমিদস্যু তাদের জমির উর্বরা শক্তি নষ্ট করছে। জমির মূল্যবান টপ সয়েল বা উপরিভাগের মাটি কেটে ইটভাটায় বা অন্যত্র কাজে ব্যবহার করছে তারা। এতে জমির মালিকরা সাময়িকভাবে আর্থিক লাভবান হলেও দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। 

জমির টপ সয়েল বা উপরিভাগের মাটি কাটা বন্ধে কঠোর অবস্থা গ্রহণ করেছে উল্লাপাড়া উপজেলা প্রশাসন।
 
উল্লাপাড়া উপজেলার রামকৃষনপুর ইউনিয়নের হরিণচড়া, ভেংড়ি, দবিরগঞ্জ এবং সলংগা ইউনিয়নের নাইমুড়ি, শরীফ সলংগাসহ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করে অযাচিত পুকুর খনন বা টপ সয়েল কাটা বন্ধ করেছে উপজেলা প্রশাসন। 
 
উপজেলা নির্বাহী অফিসার মো: উজ্জল হোসেন এর নেতৃত্বে সলংগা থানা পুলিশের সহযোগিতায় সোমবার বিকাল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।
 
এ সময় সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ি দক্ষিণ পাড়া মৃত মুসলিম উদ্দিন তালুকদারের ছেলে জমির মালিক মো: শফিকুল ইসলাম বকুলকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
 
উপজেলা নির্বাহী অফিসার মো: উজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার পশ্চিমাঞ্চলে কিছু সংখ্যক অসাধু ব্যক্তি রাতের অন্ধকারে অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল কেটে অন্যত্র বিক্রি করে দিচ্ছে, তার দপ্তরে এমন অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে জমির মাটি খনন বন্ধ করে দেওয়া হয় এবং মাটি খনন কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন জব্দ করা হয়।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর