শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আলোকিত মানুষ অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ এমপি

আলোকিত মানুষ অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ এমপি

রাজনীতি ও চিকিৎসা সেবা দিয়ে মানুষের হৃদয় কেড়ে নিয়েছেন সিরাজগঞ্জ-৩ আসনের এমপি অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ। রাজনীতির দূরদর্শীতা ছাড়াও চিকিৎসা সেবা দিয়ে সকলের নজর কেরেছেন তিনি। সাড়াদিন বিভিন্ন বৈঠক, সভা-সমাবেশের মাঝেও সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রদান করছেন। শত ব্যস্ততার মাঝেও রোগী দেখা ও চিকিৎসা পরামর্শ দেন তিনি। কখনও কখনও দিনে ব্যস্ত সময় পার করেও গভীর রাত পর্যন্ত চিকিৎসা সেবা দেন। ক্লান্তি যেন স্পর্শও করতে পারে না।

সাধারণ নেতাকর্মীদের প্রিয় নেতা অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ। যিনি রোগীদের পালস দেখার মত সর্বদাই সকল নেতা কর্মীদের খোঁজ খবর নেন। নেতা কর্মীদের ভাল, মন্দ সহ বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের লক্ষ্যে প্রতিনিয়তই যোগাযোগ রাখেন। তিনি সমাজ উন্নয়ন ও পরিবর্তনের জন্য স্বচ্ছ ও শিক্ষিত লোকজনকে সমাজের নেতৃত্ব দেওয়া গুরুত্বারোপ করছেন।

তিনি শিক্ষা খাতকে সমাজ ও রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ বলে মনে করেন। শিক্ষার্থীদের  পড়া-শোনা ও ভাল ফলাফল করা জন্য উৎসাহ প্রদান  করছেন।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনীতি হচ্ছে মানুষকে সেবা দেয়ার সর্বোচ্চ প্লাটফরম। স্বাধীনতার চেতনা শুধু সভা সমাবেশে বললে হবে না, হৃদয়ে লালন করতে হবে স্বাধীনতার চেতনা। তবেই সমাজের উন্নয়ন করা যাবে, প্রতিরোধ করা যাবে অন্যায় –অত্যাচার, হানাহানি-মারামারি, লুটপাট আর দূর্নীতি রাজনীতি।

অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ বলেন, ব্যক্তি চরিত্র সৎ ও নিঃস্বার্থ হলে পরিবারের সদস্যরাও সেই নীতিতে চলবে। পরিবার থেকেই স্বচ্ছতার আবহ তৈরি করতে হবে। তাহলে বদলে যাবে সমাজ তথা দেশ। নিজে দূর্নীতিমুক্ত না হলে দেশকে দূর্নীতিমুক্ত করা যাবে না।

বর্তমান সরকারের নানামূখী উন্নয়নমূলক কর্মকান্ড ছড়িয়ে দেওয়া, সাধারণ মানুষের বিভিন্ন আশা প্রত্যাশা কথা শোনা ও তাদের মতামতরে  প্রতিফলন ঘটানোই তার কাজ।

ব্যক্তির স্বার্থে নয়, সমাজ ও রাষ্ট্রের জন্য সর্বদাই কাজ করছেন অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ এমপি। মাস্টার প্লানে তাড়াশ-রায়গঞ্জের সকল স্তরের উন্নয়ন করতে চান তিনি।উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা
সিরাজগঞ্জে পুরোদমে চলছে কৃষিবান্ধব সোলার প্রকল্পের কাজ
সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বেলকুচিতে বিএসটিআই অনুমোদন না থাকায় টেক্সটাইল মিলকে জরিমানা
বেলকুচিতে পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
গবেষণায় আরো জোর দিতে বললেন কৃষিমন্ত্রী
রংপুর ও ভোলার চরের মানুষদের সুখবর দিলেন পরিবেশমন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক