বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে ডাকাতির চেষ্টা পুলিশের সঙ্গে গোলাগুলিতে একজন নিহত

সিরাজগঞ্জে ডাকাতির চেষ্টা পুলিশের সঙ্গে গোলাগুলিতে একজন নিহত

সিরাজগঞ্জের সদর উপজেলায় গাছের গুঁড়ি ফেলে ডাকাতির চেষ্টাকালে পুলিশের সঙ্গে গোলাগুলিতে শরিফুল ইসলাম শরিফ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত শরিফ ডাকাত দলের সদস্য। ডাকাতির চেষ্টাকালে গোলাগুলিতে তিনি নিহত হন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। শরিফুল ময়মনসিংহ সদরের বাসিন্দা হাসমত আলীর ছেলে। তিনি সিরাজগঞ্জের সদর উপজেলায় সারটিয়ায় তার মামাবাড়িতে থাকেন।

সিরাজগঞ্জ সদর থানার এসআই আনিস আহমেদ জানান, সয়দাবাদ-বেলকুচি আঞ্চলিক সড়কে একটি ডাকাত দল গাছের গুঁড়ি ফেলে ডাকাতির চেষ্টা করছে, এমন সংবাদ পেয়ে ভোরে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ডাকাত দলের সদস্যরা পুলিশের ওপর হামলা ও গুলি চালায়। আত্মরক্ষার্থে একপর্যায়ে পুলিশও গুলি করে।

এ সময় অন্য ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শরীফুলকে পাওয়া যায়। তাকে আটক করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আরএমও ফরিদুল ইসলাম জানান, ভোরে গুলিবিদ্ধ ওই যুবককে হাসপাতালে আনা হয়। সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর