বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চৌহালীতে পরিক্ষার্থীদের কাছ থেকে প্রবেশ পত্র গ্রহণে টাকা আদায়

চৌহালীতে পরিক্ষার্থীদের কাছ থেকে প্রবেশ পত্র গ্রহণে টাকা আদায়

সিরাজগঞ্জে চৌহালীতে এইচএসসি পরিক্ষার্থীদের কাছ থেকে প্রবেশ পত্র গ্রহনে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। চৌহালী সরকারী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে তার কলেজে অধ্যায়নরত এইচএসসি পরিক্ষার্থীদের কাছ থেকে প্রবেশ পত্রের জন্য জন প্রতি ৫০০ টাকা করে আদায় করেছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

জানা যায়, এবার এইচএসসি পরিক্ষায় চৌহালী উপজেলার ২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫১৬  জন অংশগ্রহন করছে। এর মধ্যে ঐতিহ্যবাহী চৌহালী ডিগ্রী কলেজের ৩৭৯ জন শিক্ষার্থী রয়েছে। তবে এদের কাছ থেকে পরিক্ষার প্রবেশ পত্র গ্রহন বাবদ ৫শ করে টাকা নেবার অভিযোগ উঠেছে। কলেজের ছাত্র পরিক্ষার্থী রোজিনা খাতুন অভিযোগ করে জানান, আমাদের কাছ থেকে অনেকটা জিম্মি করেই টাকা আদায় করছে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক স্যার। টাকা না দিলে প্রবেশপত্র মিলবে না বিধায় দিতে বাধ্য হচ্ছি। এভাবেই প্রত্যেক ছাত্র-ছাত্রী টাকা দিয়ে প্রবেশ পত্র নিয়ে পরিক্ষা দিচ্ছে। এছাড়া ফরম পুরনে ভুল করায় প্রবেশপত্র না আসায় আরো ২২ জনের কাছ থেকে ১৫শ থেকে ২৫শ করে টাকা জোড় করে আদায় করেছে। আমার কাছ থেকেও ১৫শ টাকা অতিরিক্ত নিয়েছে শিক্ষকরা। একই কথা জানিয়েছেন পরিক্ষার্থী সোহেল রানা, রাসেল আহমেদ ও রোজিনা খাতুন। তারা অভিযোগ করে জানান, শিক্ষা গ্রহনে শিক্ষকদের দ্বারা যদি দুর্ভোগের শিকা হতে হয় তাহলে আমরা প্রকৃত শিক্ষা কার কাছ থেকে নেব। এ বিষয়ে পদক্ষেপ নেয়া দরকার। 
এ ব্যাপারে চৌহালী সরকারী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নানা কারনে টাকা খরচা হয় বলেই কিছু-কিছু করে টাকা নেয়া হয়েছে। তবে সামান্য করে।
এদিকে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবু তাহির জানান, প্রবেশ পত্র দিয়ে টাকা নেয়ার নিয়োম নেই। বিষয়টি ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর