শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রাহায়ণ ১৪৩০

উল্লাপাড়া পৌরসভার বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন

উল্লাপাড়া পৌরসভার বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা ভবনের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে পৌর সভার সামনের অংশে প্রায় ছয় লাখ টাকা ব্যয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন করেন মেয়র এস এম নজরুল ইসলাম।

উদ্বোধন অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, প্যানেল মেয়র মোঃ রেজাউল করিম, কাউন্সিলর মোঃ আজাদ হোসেন, আউলিয়া হোসেন, মোঃ নজরুল ইসলাম লেবু, মহিলা সংরক্ষিত আসনের কাউন্সিলর আজিরন বেগম, মাহমুদা খাতুন মায়া, নাছরিন খাতুন প্রমুখ। 

পৌর মেয়র নজরুল বলেন, প্রায় ছয় লাখ টাকা ব্যয়ে পৌরসভার অরক্ষিত ভবনটির বাউন্ডারি ওয়াল নির্মাণ হলে নিরাপত্তা নিশ্চিত হবে এবং ভবনের সৌন্দর্য বৃদ্ধি পাবে।

আলোকিত সিরাজগঞ্জ