বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ধুলিয়াবাড়ি চরে বজ্রপাতে বৃদ্ধ কৃষকের মৃত্যু, স্ত্রী আহত

ধুলিয়াবাড়ি চরে বজ্রপাতে বৃদ্ধ কৃষকের মৃত্যু, স্ত্রী আহত

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ধুলিয়াবাড়ি চরে বজ্রপাতে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু এবং তার স্ত্রী আহত হয়েছে। নিহত রমজান আলী সরকার (৭০) বেতিল চরের মৃত রাহাজ উদ্দিন সরকারের ছেলে। আহত তার স্ত্রী রোকেয়া বেগম (৬৫) কে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে  নিহত কৃষকের গোয়াল ঘরে থাকা ৩ লক্ষাধীক টাকা মুল্যের ৪টি গরু ও ১টি ছাগল বজ্রপাতের আঘাতে একই সাথে মৃত্যু হয়েছে।

নিহতের চাচাতো ভাই চৌহালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী আফতাব উদ্দিন ও ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ জানান, ধুলিয়াবাড়ি চরে জমিতে আবাদের জন্য মৌসুম ভেদে কৃষক রমজান আলী স্ত্রীকে নিয়ে বসবাস করতো। পাশাপাশি গরু-ছাগল পালন করতো। সোমবার ভোর রাতে হঠাৎ এনায়েতপুর-চৌহালী জুড়ে আকষ্মিক ঝড় সহ বজ্র বৃষ্টি শুরু হয়। তখন ঘুমন্ত অবস্থায় থাকা কালে তাদের ঘরে বজ্রপাত পড়লে ঘটনাস্থলে কৃষক রমজান আলী মারা যায় এবং স্ত্রী রোকেয়া খাতুন আহত হয়। পাশে থাকা ৩টি গাভীন গরু সহ ৪টি গরু ও একটি ছাগলও একই ভাবে মারা যায়। সকালে পাশেল লোকজন গিয়ে এমন অবস্থা দেখে আত্বীয়-স্বজনদের খবর দিলে নিহতের লাশ এবং আহতকে উদ্ধার করা হয়। আহত রোকেয়া খাতুনকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। 
এদিকে দুপুরে জোহর নামাজের পর জানাজা শেষে বেতিল কবরস্থানে নিহতের লাশ দাফন করা হয়েছে। বর্তমানে এ ঘটনায় এলাকা জুড়ে শোক বিরাজ করছে। 
অপরদিকে নিহতের বড় ছেলে কুড়ান সরকার জানান, আমাদের পরিবারের যা ছিল সবই শেষ হয়ে গেল। এখন মা ছাড়া আমাদের আর কোন সম্বল রইলো না। এখন কিভাবে আমরা চলবো? 
এদিকে এ ঘটনায় চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবু তাহির জানান, ঘটনাটি হৃদয় বিদারক। আমি নিজেই মর্মাহত। তার পরিবারের জন্য কিছু করতে আমাদের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হবে। 

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর