• রোববার ১১ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৭ ১৪৩০

  • || ২০ জ্বিলকদ ১৪৪৪

সিরাজগঞ্জে নৌকাযোগে ডাকাতি প্রস্তুতিকালে ২ ডাকাত গ্রেপ্তার

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২  

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এলংজানি বিলে নৌকাযোগে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো, ওই গ্রামের রুবেল (২৮) ও একই এলাকার সাতবিলা প‚র্বপাড়া গ্রামের স্বপন মিয়া (২৯)। উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার গভীর রাতে ডাকাত দলের সদস্যরা নৌকাযোগে এলংজানি বিলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে নৌকাযোগে ওই বিলে অভিযান চালিয়ে ওই ২ জনকে গ্রেপ্তার করা হয় এবং অনান্যরা পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে ২টি হাসুয়া ও ১টি চাকুসহ ডাকাতির অনান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

এদিকে বুধবার দুপুরে ওই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ২ জনের বিরুদ্ধে সাজা ও অন্যদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ