শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিখিল ঘোষকে সংবর্ধনা দিলো সিরাজগঞ্জ বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ

নিখিল ঘোষকে সংবর্ধনা দিলো সিরাজগঞ্জ বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ

বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার উপদেষ্টা এ্যাডভোকেট নিখিল কুমার ঘোষ বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্তি ও বাংলাদেশ আওয়ামী লীগ এনায়েতপুর থানা শাখার আইন বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেয়া হয়েছে। গত ২০ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের মিরপুর সংগঠনটির অস্থায়ী কার্যালয় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু আইনছাত্র পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার প্রধান উপদেষ্টা ও সিরাজগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী কামরুল ইসলাম তালুকদার শান্তা।

কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি রিয়াদ রাশেদীন তালুকদার সৌরভের সভাপতিত্বে এবং জেলা কমিটির সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) এম. এ মতিন সজীব`র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আলী সরকার।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন সালাম, আইন বিষয়ক সম্পাদক লুবনা ইয়াসমিন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম, সহ-সম্পাদক চান মিয়া, সদস্য আলী হাসান, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় কমিটির আহবায়ক হাসিন আখলাক হিমেল, যুগ্ন আহবায়ক সাহাবুদ্দিন, বিদ্যাকোষ আদর্শ পাঠাগারের সাধারন সম্পাদক নুর মোক্তার হোসেন, রাহাত আজিম রাজন প্রমুখ।

এর আগে দীর্ঘ প্রায় ৫ মাস পরে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি এ্যাডভোকেট শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জিয়াউল হক চৌধুরী বাবু`র নির্দেশে সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন সদস্যবৃন্দের সাংগঠনিক কার্যক্রমে গাফিলতি, নিষ্ক্রিয়তা ও প্রায় ১১ মাস ধরে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা এম এ মতিন সজীবকে সাধারন সম্পাদক করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়। আগামীতে সংগঠনকে কিভাবে আরো শক্তিশালী ও বেগবান করা যায় সে বিষয়ে জোর দেয়া হয়।

এ সময় ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এম. এ মতিন সজীব সম্প্রতি জেলা শাখার সহ-সভাপতি পদ হতে অব্যাহতি চেয়ে ইমরান হাসানের পদত্যাগপত্র পড়ে শোনান। এরপর উপস্থিত সদস্যরা একে একে সবার মতামত জানান। পরে সভাপতি রিয়াদ রাশেদীন তালুকদার সৌরভ সবার মতামত অনুযায়ী সর্বসম্মতিক্রমে ইমরানের হাসানের পদত্যাগ পত্র গ্রহণ করেন এবং তাকে সংগঠনের সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই