• বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১২ ১৪৩০

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৫

ভিজিডি’র ৩০০কেজি চাল জব্দ করেছে কামারখন্দ উপজেলা প্রসাশন

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২  

সিরাজগঞ্জের কামারখন্দের ভদ্রঘাট ইউনিয়নে হতদরিদ্রের মাঝে বিনামূল্যে দেওয়া ৩০০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।সোমবার ২৯শে আগষ্ট বিকেলে স্থানীয় সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ চত্বর থেকে ভিজিডি’র ৩০০ কেজি চাল জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমা খাতুন জানান, সোমবার দিনব্যাপি ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের ৫২০জন উপকারভোগীর প্রতিজনকে দুই মাসের ৬০ কেজি করে বিনামূল্যে সরকারি ভিজিডি’র চাল বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদ চত্বরে সরকারি ভিজিডি’র চাল কেনাবেচা হচ্ছে এমন খবর গণমাধ্যমকর্মীরা আমাকে জানালে আমি সংশ্লিষ্ট ট্যাগ অফিসারকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করি। পরে তিনি চাল বিক্রির সময় ১০টি বস্তায় থাকা ৩০০ কেজি ভিজিডি’র চাল জব্দ করেন।

তিনি আরও জানান, চাল জব্দ করে ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ