বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিরাজগঞ্জে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের পুরস্কার বিতরণ

সিরাজগঞ্জে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের পুরস্কার বিতরণ

জাতীয় শোক দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে সিরাজগঞ্জে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ আগষ্ট) বিকেলে শহীদ শেখ রাসেল জাতীয় শিশু পার্ক মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে, এম হোসেন আলী হাসান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সিরাজগঞ্জে বঙ্গবন্ধুর আদর্শ প্রচারে কাজ করে যাচ্ছে। শিশু-কিশোরদের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরছে। আজকের শিশু আগামীর ভবিষ্যত। এই শিশুরা যাতে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই লক্ষে সংগঠনটি কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনা শিশুদের হাতে বিনামূল্যে বই দিয়েছেন, উপবৃত্তি দিয়েছেন। মুক্তিযোদ্ধাদের ভাতা দিয়েছেন। তাই তাঁরা হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজল-এ-খোদা লিটন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার। সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য স্বপন চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ মনোয়ার হোসেন, সহ-সভাপতি সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির প্রমূখ। অনুষ্ঠানে, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সী, পৌর আওয়ামীলীগ নেতা সাংবাদিক শহিদুল ইসলাম ফিলিপস, পৌর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আয়েশা মঞ্জুর, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিরাজগঞ্জ জেলা কমান্ড কাউন্সিলের সভাপতি মোঃ গোলাম কিবরিয়া, প্রধান শিক্ষক আব্দুস সালাম, আমজাদ হোসেন, রাকিব হাসান, রনজিত কুমার, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সিরাজগঞ্জ জেলা শাখার নেতা মঞ্জুর আলম রুবেল, জাহিদ হাসানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা
সিরাজগঞ্জে পুরোদমে চলছে কৃষিবান্ধব সোলার প্রকল্পের কাজ
সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বেলকুচিতে বিএসটিআই অনুমোদন না থাকায় টেক্সটাইল মিলকে জরিমানা
বেলকুচিতে পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
গবেষণায় আরো জোর দিতে বললেন কৃষিমন্ত্রী
রংপুর ও ভোলার চরের মানুষদের সুখবর দিলেন পরিবেশমন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক