
কামারখন্দ উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে রিডিং কম্পিটিশন-২০২২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ই আগষ্ট) সকালে উপজেলার প্রশাসন কর্তৃক আয়োজিত মিনি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোছাঃ মেরিনা সুলতানা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ফারুক আহাম্মদ জেলা প্রশাসক, সিরাজগঞ্জ ।
উপজেলার বিভিন্ন এলাকায় প্রাথমিক বিদ্যালয় থেকে আগত ২০০ শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করা হয় এবং রিডিং কম্পিটিশন শেষে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে রিডিং কম্পিটিশন এবং শিক্ষাকে যুগোপযোগী করার জন্য এই ধরনের অনুষ্ঠান আরো আয়োজন করা হবে বলে জানান কামারখন্দ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব সন্ধ্যা রানী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, উপ-পরিচালক (উপসচিব) স্থানীয় সরকার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব আমিনুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এস এম শহিদুল্লাহ সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সম্পা রহমান,ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা সেলিম, উপজেলার সকল দপ্তরে কর্মকর্তাগণ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের একাংশ।
আলোকিত সিরাজগঞ্জ