
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও বিশেষ প্রার্থনা এবং পুষ্পস্তবক অর্পণসহ নানা আয়োজনে সিরাজগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ১৫ আগস্টের অন্যান্য নিহতের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে জেলাপ্রশাসনের আয়োজনে সোমবার (১৫ আগস্ট) সকাল পৌনে ১০টায় শহীদ এম মসনুর আলী অডিটরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত। এ ছাড়াও পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, সিভিল সার্জন ডা. রাপপদ রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার ও ড. জান্নাত আরা হেনরীসহ সরকারের বিভিন্ন বিভাগের কর্মকতা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সুবর্ণ অহংকারে পুষ্পস্তবক অর্পণ করে ১৫ আগস্ট কালরাতে শাহাদাতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এর পর একটি শোক র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
আলোকিত সিরাজগঞ্জ