• মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১১ ১৪৩০

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৫

কাজীপুরের ইউএনওকে বিদায় সংবর্ধনা দিলো `ক্যাব`

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ১২ আগস্ট ২০২২  

সিরাজগঞ্জের কাজীপুরের বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকীকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক দিয়েছেন কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর কাজীপুর উপজেলা শাখা। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন ক্যাবের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন, কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর কাজীপুর উপজেলা শাখার সভাপতি ও কাজীপুর সরকারি মনসুর আলী কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম, সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম, সংগঠনটির কাজীপুর উপজেলা শাখার উপদেষ্টা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদার, আইন বিষয়ক সম্পাদক মামুন তালুকদার, দপ্তর সম্পাদক শাহীনুর আলম প্রমুখ।

উল্লেখ্য, কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী পদোন্নতি পেয়ে গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক হচ্ছেন।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ