
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একাধিক ডাকাতি ও মাদক মামলার আসামি মিন্টু চোরাকে (৩৫) গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বালসাবাড়ী বাজার এলাকা থেকে ২৬ গ্রাম হিরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। নাসির উদ্দীন ওরফে মিন্টু চোরা রাজমান চরপাড়া গ্রামের মো. আব্দুস সালামের ছেলে।
উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তার নাসির উদ্দীন ওরফে মিন্টু চোরা সাভার আশুলিয়া থানার একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক সাজাপ্রাপ্ত আসামি।
তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও ছিনতাই সহ ডজনখানেক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। ২৬ গ্রাম হেরোইন সহ তাকে গতকাল বুধবার গভীর রাতে বালসাবাড়ী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তার মিন্টু চোরা একাধিক মামলার সাজা প্রাপ্ত আসামি। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে পাঠানো হয়েছে।
সূত্রঃ বাংলাদেশ টুডে
আলোকিত সিরাজগঞ্জ