• মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১১ ১৪৩০

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৫

সিরাজগঞ্জে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ৫ আগস্ট ২০২২  

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার খামার বড়ধুল গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী সিদ্দিক হোসেনকে (৫২) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সে ওই গ্রামের আজাহার আলীর ছেলে। ডিবি পুলিশের এসআই ফজলে মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উক্ত সিদ্দিক গরু ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছিল দীর্ঘদিন ধরে। এমন গোপন সংবাদের ভিত্তিতে প্রায় ২ সপ্তাহ ধরে ডিবির একটি দল বিশেষ কৌশলে তার এ গোপন ব্যবসার সন্ধ্যান উদঘাটন করে এবং তার কাছ থেকে ইয়াবা ক্রয়ের প্রস্তাব দেয়া হয়। এ প্রস্তাবে ওই মাদক ব্যবসায়ী ইয়াবা দিতে রাজি হয়।

এরই প্রেক্ষিতে বৃহস্প্রতিবার সকালে ডিবির একটি দল তার বাড়িতে যায় এবং অবশেষে সে ডিবি পুলিশ বলে টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ