• মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১১ ১৪৩০

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৫

উল্লাপাড়ায় উচু মাঠে শুরু রোপা আমন ধানের আবাদ

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ১ আগস্ট ২০২২  

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উচু অনেক মাঠে কৃষকেরা রোপা আমন ধানের আবাদ শুরু করেছেন ৷ এরা জমি তৈরী পর ধান চারা লাগাচ্ছেন ৷ কৃষকেরা জমিতে সেচ মেশিনে পানি সেচ দিয়ে এ ধানের আবাদ শুরু করছেন ৷

উল্লাপাড়া উপজেলায় এবারে ৯ হাজার ১শ ২৫ হেক্টর পরিমাণ জমিতে রোপা আমন ধানের আবাদের সরকারী লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলে কৃষি অফিস থেকে জানানো হয় ৷ উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের বিভিন্ন মাঠে কৃষকেরা রোপা আমন ধানের আবাদে জমিতে পাওয়ার টিলারে হালচাষ করছেন ৷ এছাড়া লাগানো হচ্ছে বেশী হারে ফলনশীল বিভিন্ন জাতের রোপা আমন ধানের চারা ৷ উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের নবরতœ পাড়া মাঠে সরেজমিনে জমিতে হালচাষ আর চারা লাগানো দেখা গেছে ৷

কৃষক গহের আলীকে তার প্রায় পচিশ শতক নিজ জমিতে রোপা আমন ধানের চারা লাগাতে দেখা গেছে ৷ প্রতিবেদককে তিনি বলেন বেশী হারে ফলনশীল স্বর্ণা জাতের রোপা আমন ধানের বীজতলা নিজেই করেছিলেন ৷ এখন জমিতে সে চারা লাগাচ্ছেন ৷ কৃষক গহের আলী বলেন তাদের উচু মাঠে আগাম করেই এর আবাদ করছেন ৷ একই মাঠে আরো বেশ ক্#৩৯;জন কৃষক নানা জাতের রোপা আমন ধানের চারা লাগাচ্ছেন ৷

উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন তার বিভাগ থেকে কৃষি প্রণোদনায় বিনামূল্যে রোপা আমন ধান বীজ ও রাসায়নিক সার প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে ৷ কৃষকেরা রোপা আমন ধানের নিজস্ব বীজতলা করেছেন ৷ এখন সে চারা জমিতে লাগাচ্ছেন ৷

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ