• রোববার ১১ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৭ ১৪৩০

  • || ২০ জ্বিলকদ ১৪৪৪

চৌহালীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২ জুলাই ২০২২  

যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালীতে খাষকাউলিয়া সদর ইউনিয়নে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে চৌহালী থানা পুলিশের আয়োজনে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

চৌহালী থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) হারুন অর রশীদের সভাপতিত্বে ও থানার এসআই মানিক মিয়ার সঞ্চালনে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন) মোহাম্মদ নুর আলম।

আমন্ত্রিত অতিথি ছিলেন-উপজেলা আ'লীগের সভাপতি মো: তাজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার, খাষকাউলিয়া সদর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ'লীগের সভাপতি মো: আবু ছাইদ বিদ্যুত, কারিগরী কলেজের অধ্যক্ষ আহসান হাবিব দুলাল, ঘোরড়জান ইউপি চেয়ারম্যান  রমজান আলী, জৈষ্ঠ সাংবাদিক রোকনুজ্জামান, মাহমুদুল হাসান, মির্জা শহিদুল ইসলাম, ইদ্রিস আলী, ইমরুল হাসান, আপন , লুৎফর রহমান ও ইউপি সদস্য  সেলিম রেজা, রবিউল ইসলাম ও সাবেক ইউপি সদস্য আব্দুল সালাম সিকদার প্রমুখ ৷

এসময় প্রধান অতিথি বলেন, পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে না। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।"

মত বিনিময় সভায় আরও বলেন, মাদক প্রতিরোধ, জঙ্গিবাদ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। সর্বোপরি পুলিশকে জন-বান্ধব কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ