• বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১২ ১৪৩০

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৫

সিরাজগঞ্জে নারী উদ্যোক্তাদের কর্মশালা উদ্বোধনে মিল্লাত এমপি

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২৯ জুন ২০২২  

সিরাজগঞ্জে ‘বাংলাদেশের নারী ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ব্যবসা উন্নয়ন, সহজ অর্থায়ন এবং বাংলাদেশ ট্রেড পোর্টালের ভূমিকা’ শীর্ষক কর্মশালা উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ অফিসার্স ক্লাব হলরুমে বাণিজ্য মন্ত্রণালয়ের বিআরসিপি-১ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত কর্মশালা উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।

সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শারিতা মিল্লাত সিআইপির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোবারক হোসেন, বাণিজ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প-১ এর ম্যানেজার ড. মোঃ শাহাবুদ্দিন, সিরাজগঞ্জ চেম্বারের সভাপতি আবু ইউসুফ সূর্য প্রমুখ। কর্মশালায় ৪৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ