
২৭ জুন দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ৪১ তম অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বক্তব্য রাখেন ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী।
এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন । স্ব স্ব ইউনিয়নের কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, কামরুজ্জামান বিপ্লব, আলহাজ্ব শওকত হোসেন, বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন,আব্দুল মান্নান চান, জিয়াউল হক, আব্দুর রাজ্জাক রাজ মহর, হারুনর রশীদ এবং স্ব স্ব দপ্তরের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, শিক্ষা অফিসার হাবিবুর রহমান,মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা,সমাজ সেবা অফিসার আলা উদ্দিন, পিআইও একেএম শাহা আলম মোল্লা, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, প্রানী সম্পদ কার্যালয়ের ভি এস ডাঃ মাহমুদুল হাসান , পল্লী বিদ্যুৎ সমিতি ডিজিএম আব্দুল্লাহ আল আমিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম সরকার, তথ্য অফিসার মৌসুমি বসাক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আলোকিত সিরাজগঞ্জ