• রোববার ০৪ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২০ ১৪৩০

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৪

কাজিপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভায় তানভীর শাকিল জয়

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৯ জুন ২০২২  

সিরাজগঞ্জের কাজিপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৮ জুন) দুপুরে ইসলামীক ফাউন্ডেশন কাজিপুর শাখার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। তিনি বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে এক শ্রেণির সুবিধাবাদী নানা সময়ে নিজেদের ফায়দা লোটার জন্যে নানা কথা বলে। এতে করে সাধারণ মানুষ অনেক সময় বিভ্রান্ত হয়। ইসলাম ধর্মের কোথাও জঙ্গিবাদের স্থান নেই।তাই কাজিপুরের আলেম ওলামাদের প্রতি আমার আহবান, আপনারা সত্য কথা প্রচার করুন। এতে করে মানুষের মনে ধর্মের সঠিক কথা স্থান করে নেবে।

 অনুষ্ঠানে অন্যদের মধ্যে কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, কাজিপুর থানার অফিসার ইন চার্জ শ্যামল কুমার দত্ত, উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন মাস্টার, কাজিপুর পৌর সভার মেয়র আব্দুল হান্নান তালুকদার, ফিল্ড সুপারভাইজার শাহিন সরকার।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ