বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে উল্লাপাড়ার ঐতিহ্যবাহী বেতশিল্প

প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে উল্লাপাড়ার ঐতিহ্যবাহী বেতশিল্প

আধুনিকতার ছোঁয়ায় প্রাচীন শিল্পগুলো বিলুপ্তির দ্বার প্রান্তে। প্রযুক্তির ছোঁয়ায়  হারিয়ে যাচ্ছে নানান শিল্প ও শিল্পকর্ম। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী বেতশিল্প।

বর্তমানে বেতের তৈরি পণ্যের আর কদর নেই বললেই চলে। এক সময় মাঠে চাষ হতো বেতের। এ ছাড়াও যত্রতত্র পথেপ্রান্তরে চোখে পড়ত বেতগাছ। আর সে সময়ে গ্রামীণ জনপদের মানুষ গৃহস্থালি, কৃষি ও ব্যবসা ক্ষেত্রে বেতের ঢাকি, পাতি মোড়া, দাঁড়িপাল্লা, ধামা, পাখা, ঝাড়ু ও ছোটদের দোলনাসহ বিভিন্ন সরঞ্জামাদি ব্যবহার করত। বর্তমান সময়ে প্লাস্টিক পণ্যসহ বিভিন্ন পণ্যের ভিড়ে চাহিদা হারিয়ে ফেলেছে বেতশিল্প। অভাবের তাড়নায় এই শিল্পের কারিগাদের বাপ-দাদার পেশা ছেড়ে অন্য পেশার দিকে ছুটছেন।

উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়নের চেংটা গ্রামের অর্ধ শতাধিক পরিবার এখনো এই শিল্পটি ধরে রেখেছে। পুরুষদের পাশাপাশি নারী কারিগর  সংসারের কাজের ফাঁকে বেতের পণ্য তৈরির কাজে সহযোগিতা করে থাকেন। চেংটা গ্রামের বৃদ্ধ কারিগর গৌর চন্দ্র দাশ বলেন, বেতের তৈরি ঢাকি, পাতি, কাটা ও দাঁড়িপাল্লা গ্রামে গ্রামে ফেরি ও হাটবাজারে বিক্রি করে কোনো রকমে সংসার চালাই।

উপজেলার চেংটা গ্রামের গোবিন্দ চন্দ্র দাশ বলেন, সরকার যদি আমাদের একটু সাহায্য সহযোগিতা করত তাহলে আমাদের পূর্ব পুরুষদের এই শিল্প ধরে রাখতে পারতাম। বাঙ্গালা ইউনিয়ন পারিষদের চেয়ারম্যান সোহেল রানা বলেন, বেতশিল্প টিকিয়ে রাখতে আমি সব ধরনের সহযোগিতা করব।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন বলেন, বেতশিল্প টিকিয়ে রাখতে কারিগরদের সাথে কথা বলে তাদের সার্বিক সহযোগিতা করা হবে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর