• রোববার ০৪ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২০ ১৪৩০

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৪

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে মমিন মন্ডল

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২৫ মে ২০২২  

সিরাজগঞ্জের বেলকুচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ২০২২ এর শুভ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার বিকালে বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় (ঢাকা) সহযোগিতায় বেলকুচি সরকারি কলেজ মাঠে উদ্বোধন হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না বেগম, সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমানসহ খেলা প্রেমী দর্শকগণ উপস্থিত ছিলেন।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ