• রোববার ১১ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৭ ১৪৩০

  • || ২০ জ্বিলকদ ১৪৪৪

বেলকুচিতে গাঁজাসহ গ্রেফতার ২

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২৪ মে ২০২২  

সিরাজগঞ্জের বেলকুচিতে গাঁজাসহ ২ জন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার রাতে বেলকুচি থানার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে বেলকুচি উপজেলার সমেশপুর গ্রামের মৃত দানেজ আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৫৬) ও পৌর চালা পুর্বপাড়া গ্রামের মৃত ইউসুফ সরকারের ছেলে হারুন অর রশিদের (৫০) কাছ থেকে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, বেলকুচি থানা পুলিশের অভিযানে আবু বক্কর সিদ্দিকের কাছ থেকে ১২০ গ্রাম ও হারুন অর রশিদের কাছ থেকে ১১০ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ