বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জের আঁখি খাতুন পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার

সিরাজগঞ্জের আঁখি খাতুন পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার

বছর কয়েক আগে সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি পেয়েছিলেন জাতীয় নারী দলের নির্ভরযোগ্য ফুটবলার আঁখি খাতুন। কিন্তু নানান জটিলতায় তা বুঝে পাননি। এবার নতুন করে জমি পেতে যাচ্ছেন। আগামীকাল (রবিবার) জেলা প্রশাসনের কাছ থেকে আট শতাংশ বা প্রায় পাঁচ কাঠার ওপর জমি পেতে যাচ্ছেন আঁখি।

আজ (শনিবার) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কার্যালয়ে সিরাজগঞ্জের সাব-রেজিস্ট্রারের উপস্থিতিতে এমন ঘোষণা দেওয়া হয়। সাব-রেজিস্ট্রার সামিউল ইসলাম বলেছেন, ‘আঁখি খাতুন শাহজাদপুরের কৃতি সন্তান। ফুটবল দলের গর্বিত সদস্য। তাকে আট শতাংশ বা প্রায় পাঁচ কাঠার ওপর জমি দেওয়া হচ্ছে, সিরাজগঞ্জ জেলা প্রশাসনের মাধ্যমে।’

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সবাইকে ধন্যবাদ দিয়ে বলেছেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় জায়গা দেওয়া হয়েছিল। জটিলতা দেখা দেয়। পরবর্তীতে নতুন করে দেওয়া হয়েছে। আগামীকাল জেলা প্রশাসন কর্তৃক তার বাবার কাছে জমি হস্তান্তর করা হবে। ধন্যবাদ দিতে চাই সবাইকে। জায়গাটি জলাশয়ের মধ্যে আছে। তা যেন ব্যবহারের উপযোগী করা হয়।’

জাতীয় দলের ডিফেন্ডার আঁখি নতুন করে জমি পেয়ে বেশ খুশি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে এই ফুটবল তারকা বলেছেন, ‘প্রথমে ধন্যবাদ দিতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। যিনি আমাকে ভালো পরিবেশে একটি ঘর করার জন্য জায়গা উপহার দিয়েছেন। ৫-৬ বছর পর হলেও পাচ্ছি। প্রধানমন্ত্রীর এই উপহার ভবিষ্যতে আরও ভালো খেলতে অনুপ্রানিত করবে।’

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর