শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে ২৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

সিরাজগঞ্জে ২৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

শনিবার (১৪ মে) সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌর শহরের ঘোষগাঁতী মহল্লায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

এসময় বিপুল পরিমাণ বোতলজাত সয়াবিন তেল মজুত করে বেশি দামে বিক্রির দায়ে দুইটি গুদামে অভিযান চালিয়ে ২২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে তেল মজুত রাখার দায়ে দত্ত অ্যান্ড বাদ্রার্স ও মের্সাস অর্ণব স্টোরকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

পরে জব্দকৃত সয়াবিন তেল পূর্বনির্ধারিত মূল্যে উপস্থিত ভোক্তাদের কাছে বিক্রি করা হয়। একই দিনে দুপুরে জেলার শাহজাদপুর উপজেলার দাড়িয়াপুর বাজার ও দিলরুবা বাসস্ট্যান্ডে এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে।

এসময় সিরাজগঞ্জের শাহজাদপুরে সয়াবিন তেল মজুত রেখে বেশি দাম নেওয়ার দায়ে ৩টি ব্যবসায় প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়। এছাড়া নোংরা পরিবেশে খাবার পরিবেশনের দায়ে প্রিয়াংকা হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সিরাজগঞ্জের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, অতিরিক্ত মুনাফার লোভে সয়াবিন তেল মজুত রাখা হয়েছে, এমন অভিযোগে দুপুরে জেলার শাহজাদপুর উপজেলার দাড়িয়াপুর সরকার অ্যান্ড ব্রাদার্স, মাসুদ স্টোর ও ভাই ভাই স্টোরে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে মজুত করা অবস্থায় প্রায় ৩ হাজার লিটার বোতলজাত ও খোলা সয়াবিন তেল পাওয়া যায়।

এসময় ৩টি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয় বলে তিনি জানান।

তিনি আরও বলেন, জব্দকৃত বোতলজাত সয়াবিন তেল খোলা বাজারে বিক্রি করা হয়। পরে দিলরুবা বাসস্ট্যান্ডে প্রিয়াংকা হোটেলকে নোংরা পরিবেশ খাবার পরিবেশনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই