বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলিতে উপচে পড়া ভিড়

সিরাজগঞ্জে ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলিতে উপচে পড়া ভিড়

ঈদুল ফিতরের লম্বা ছুটিতে দুই বছর পর এবার কর্মস্থল ত্যাগ করে স্বজনদের সাথে ঈদ উৎসব পালনে একত্রিত হয়। করোনার কারণে গত দুই বছর সিরাজগঞ্জের বিনোদন কেন্দ্র গুলি বন্ধ থাকায় বিনোদন প্রেমীদের ভিড় না থাকলেও এবারে জেলার প্রতিটি বিনোদন কেন্দ্রে উপচে পরা ভিড় দেখা যাচ্ছে।  

ঈদের দিন ধনী, দরিদ্র, পাড়া-প্রতিবেশী, বন্ধু বান্ধব মিলে ঈদের দিন বিকাল থেকেই বিনোদন কেন্দ্র গুলিতে ভিড় জমাতে থাকে। সিরাজগঞ্জ শহরের হার্ড পয়েন্ট, চায়না বাধ, পৌরসভাধীন মাহমুদপুর যুগান্তর ক্লাব চত্বর, কাজিপুরের মেঘাই স্পার, এনায়েতপুরের স্পার, শাহজাদপুর করোতোয়া ব্রিজ, বাঘাবাড়ি ব্রিজ, উল্লাপাড়ায় চড়ইমুড়ি পার্ক, তাড়াশ এলাকার চলন বিল, সিরাজগঞ্জের কাদাই পার্ক, রাসেল পার্কেসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে গত তিন দিন ধরে তিল ধরানোর ঠাই নেই ।

ঈদের ছুটিতে মাটির টানে বাড়ি ফেরাদের পদাচারনায় এইসব কেন্দ্র গুলি বিকাল হতেই ভরে উঠে। তাদের উপস্থিতি থাকে রাত পর্যন্ত। এদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছেন। সিরাজগঞ্জ শহর রক্ষা হার্ড পয়েন্টে বেড়াতে আসা জাকিয়া সুলতানা, আমিনা খাতুন, সুরাইয়া, আবিদা, জানান গত দুই বছর করোনায় গৃহবন্দি অবস্থায় ছিলাম। বাইরে বের হয়ে কোন বিনোদনের ব্যবস্থা ছিল না। এবারে রাজধানী থেকে বাড়ি ফিরে মা-বাবা আত্মীয় স্বজনদের সাথে ঈদ করে বেশ ভালো লাগছে।সিরাজগঞ্জ ১নং চায়না বাধে বেড়াতে আসা ছোট্ট মনি আয়শা, শ্রাবণী, মীম, কল্পসহ আরো কয়েকজন জানায় তাদের এখানে বেড়াতে এসে খুব ভালো লাগছে । এই সমস্ত বিনোদন কেন্দ্রে স্পীড বোড, ঘোড়ার গাড়ী, নাগরদোলা, ভুতেরঘর, নৌকা ভ্রমণসহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থার পাশাপাশি বিভিন্ন খাদ্য সামগ্রীর দোকান গুলোতে বিনোদন প্রেমীদের ভিড় দেখা যায়।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর