শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তাড়াশে ১৫ কেজি গাঁজা ও ফেন্সিডিলসহ কারবারি গ্রেপ্তার

তাড়াশে ১৫ কেজি গাঁজা ও ফেন্সিডিলসহ কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা ও ১৯০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ১২ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। এসময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

বুধবার (৪ এপ্রিল) ভোর রাতে তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের বরইচরা ভেংরী এলাকা থেকে ওই মাদক কারবারিকে গ্রেফতার করে র‌্যাব। র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ সকাল ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার মো. নাসির ইসলাম (২৫) নীলফামারী জেলার ডিমনা থানার কলেজপাড়া বাবুরহাট এলাকার মৃত হায়দার আলীর ছেলে। মিডিয়া অফিসার জানান, গ্রেফতার মাদক কারবারি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এমন অভিযোগ পেয়ে বুধবার গভীর রাতে র‌্যাব-১২ এর আভিযানিক দল তাড়াশের তালম ইউনিয়নের বরইচরা ভেংরী গ্রামের রানীরহাট চারমাথা শাপলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালায়। এ সময় ১৯০ (একশত নব্বই) বোতল ফেনসিডিল এবং ১৫ (পনের) কেজি গাঁজাসহ মো. নাসির ইসলামকে গ্রেফতার করে। এছাড়াও তার সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত প্রাইভেট কার, একটি মোবাইল ফোন এবং নগদ সাড়ে তিন হাজার টাকা জব্দ করে র‌্যাব।

গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে। এবং জব্দ করা আলামতসহ তাকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা
সিরাজগঞ্জে পুরোদমে চলছে কৃষিবান্ধব সোলার প্রকল্পের কাজ
সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বেলকুচিতে বিএসটিআই অনুমোদন না থাকায় টেক্সটাইল মিলকে জরিমানা
বেলকুচিতে পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
গবেষণায় আরো জোর দিতে বললেন কৃষিমন্ত্রী
রংপুর ও ভোলার চরের মানুষদের সুখবর দিলেন পরিবেশমন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক