মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শাহজাদপুরে এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতাকে সংবর্ধনা প্রদান

শাহজাদপুরে এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতাকে সংবর্ধনা প্রদান

শাহজাদপুরে খুকনী বহুমূখী উচ্চ বিদ্যালয় ও এনায়েতপুর থানা ইয়ুথ ফোরারে উদ্যোগে সিরাজগঞ্জ-৬, শাহজাদপুর আসনের এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতাকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৫ বেলকুচি-চৌহালী আসনের সাংসদ আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল। তিনি বলেন, এই প্রতিষ্ঠানের সকল উন্নয়নমূলক কাজে বরাবরই আমার সম্পৃক্ততা ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সংবর্ধিত সাংসদ প্রফেসর মেরিনা জাহান কবিতা বলেন, আমি আপনাদের মাঝে সংবর্ধিত হতে আসি নি। আমি সর্বক্ষণ আপনাদের মাঝেই থাকতে চাই। যখন-তখন আপনাদের মাঝে আসতে চাই এবং আপনাদের সুখ-দুঃখের খোঁজ খবর নিতে চাই। বক্তব্যের পূর্বে সরকারের পক্ষ থেকে স্কুল মাঠ ভরাটের বরাদ্দকৃত তার দেয়া অনুদানের ৫০ লক্ষ টাকা ব্যয়ের উদ্বোধনী কাজের ফলক উন্মোচন করেন প্রফেসর মেরিনা জাহান কবিতা ও আব্দুল মমিন মন্ডল। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব ফিরোজ হাসান অনিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, খুকনী ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ইয়ুথ ফোরামের উপদেষ্টা ও জনকন্ঠ পত্রিকার সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুস সামাদ খান, উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, কেন্দ্রীয় আ’লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুমগ্ন করিম, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল্লাহ তুষার, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ কাজল, ইয়ুথ ফোরামের ব্যবস্থাপনা পরিচালক আলী আহমেদ তুষার, সভাপতি জাকারিয়া তৌহিদ তমাল প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, আব্দুর রহিম এবং তরজমা করেন মেহেদী হাসান। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ, দলীয় নেতাকর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর