• শনিবার ০৩ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২০ ১৪৩০

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৪

কাজিপুর পৌর এলাকায় টিসিবি’র ফ্যামেলি কার্ডে পণ্য বিক্রি শুরু

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২৫ মার্চ ২০২২  

দিন দিন নিত্যপ্রয়োজনীয় কিছু খাদ্য দ্রব্যের দাম বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষরা।সে জন্য সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে চাল, ডাল, চিনি, তেল ও পেঁয়াজের মতো কিছু পণ্য খোলাবাজারে বিক্রি করছে।

(২৪মার্চ) দিনব্যাপী টিসিবির পণ্য বিক্রির কাজিপুর পৌর এলাকার শুভ উদ্বোধন করাহয়েছে। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কাজিপুর পৌর এলাকার পণ্যসামগ্রী বিক্রিকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, কাজিপুর পৌর মেয়র মোঃ আব্দুল হান্নান তালুকদার, পিআই ও একে এম শাহা আলম মোল্লা। এ সময় আর ও উপস্থিত ছিলেন মেসার্স নুর ট্রেডার্সের স্বত্বাধিকারী নুর মোমিন রানা,মেসার্স এস এম এন্টার প্রাইজের স্বত্বাধিকারী এস এম রায়হানসহপৌর কাউন্সিলরবৃন্দ।

পিআই ও অফিস সূ‌ত্রে জানা গে‌ছে, ফ্যামিলি কার্ড দিয়ে একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল ও ৩০ টাকা কেজি দ‌রে ২ থেকে ৫ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।এ সময় পৌরসভায় মোট ১ হাজার ৪৩০ জন নিম্ন আয়ের মানুষ এই সুবিধা পেলেন । প্রতিটি প্যাকেজে ২ কেজি চিনি, ২ কেজি ডাল ও ২ লিটার সয়াবিন তেল রয়েছে। প্রতি প্যাকেজের মূল্য রাখা হয়েছে ৪৬০ টাকা।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ