• রোববার ০৪ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২০ ১৪৩০

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৪

কামারখন্দে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বইয়ের মোড়ক উন্মোচনে মিল্লাত

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ৮ মার্চ ২০২২  

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে নারী উন্নয়ন ফোরামের পক্ষ থেকে সেলাই মেশিন বিতরণ ও উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা ২০২১-২০২২ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

গত সোমবার (৭ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সিরাজগঞ্জ-২ (কামারখন্দ-সিরাজগঞ্জ সদর) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বইয়ের মোড়ক উন্মোচন করেন।

কামারখন্দ উপজেলা নির্বাহি কর্মকর্তা মেরিনা সুলতানার সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান এসএম শহীদুল্লাহ সবুজ, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা সেলিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শম্পা রহমান, কামারখন্দ উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ, কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার শেখ সহ প্রমুখ।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ