শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে উজ্জীবিত সিরাজগঞ্জ আ.লীগ

ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে উজ্জীবিত সিরাজগঞ্জ আ.লীগ

আসছে ২৮ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ জেলা সম্মেলনের নেতৃত্ব নির্বাচনে কী বার্তা দেবে আওয়ামী লীগ, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। সভাপতি- সাধারণ সম্পাদক পদে নতুন-পুরাতনের সমন্বয় না নতুন মুখের চমক আসবে।

তিন বছর পর পর সম্মেলন হবার কথা থাকলেও ২০১৫ সালের ৮ জানুয়ারিতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৭ বছর পর আবার সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্দ্যোগে মঞ্চ তৈরির কাজ সমাপ্তির পথে। জেলা শহরের প্রতিটি রাস্তায় তৈরি হয়েছে বিশাল বিশাল তোরণ। শহরের বিভিন্ন সড়ক সহ প্রতিটি অলিতে-গলিতে নানা রঙ্গের ফেস্টুন, ব্যানার, পোস্টারে ভরে গেছে। নেতা কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজমান। কে বা কারা হচ্ছেন আওয়ামীলীগের নতুন কান্ডারি এ নিয়ে চলছে আলোচনার ঝড়। তাছাড়াও প্রার্থীরা তাদের সপক্ষে সমর্থনের আশায় দিন-রাত জেলা, উপজেলায় সভা সমাবেশ করে চলেছেন।

ত্যাগীসহ সাধারণ পরীক্ষিত কর্মীদের মূল্যায়নের আশ্বাস দিয়ে যাচ্ছেন প্রার্থীরা। জেলা নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, এবারের সম্মেলনে সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিয়েছেন ।

সভাপতি প্রার্থীরা হলেন, সাবেক মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস, বর্তমান ভারপ্রাপ্ত জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডঃ কে এম হোসেন আলী হাসান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ বিমল কুমার দাস, এ্যাডঃ আব্দুর রহমান । উল্লেখ্য, সভাপতি প্রার্থীগরা ৪ জনই বীর মুক্তিযোদ্ধা ।

সাধারণ সম্পাদক ৬ জন পদ প্রত্যাশীরা হলেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক, সহকারি অধ্যাপক রেজাউল করিম রাজা, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ড. জান্নাত আরা হেনরী, আনোয়ার হোসেন ফারুক, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা সাখাওয়াত হোসেন সুইট, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সামছুজ্জামান আলো ।

জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ কে এম হোসেন আলী হাসান বলেন, সম্মেলন সফল করতে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। শান্তিপূর্ণভাবে সম্মেলন সফল করতে দলীয় সকল নেতা কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আবু ইউসূফ সূর্য বলেন, আসছে ২৮ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রথম অধিবেশন শেষ করে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে। তৃণমূলের মতামত ও দলীয় সভানেত্রীর পরামর্শক্রমেই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই